1. info@dailyjanatarbarta.com : Admin :
  2. admin2@dailyjanatarbarta.com : Editor Janatar Barta : Editor Janatar Barta
  3. araf@yopmail.com : araf :
  4. editor@dailyjanatarbarta.com : JanatarBarta Editor : JanatarBarta Editor
  5. test@yopmail.com : test :
সংবাদ শিরোনাম :

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মাপাড়ে মানুষের ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই

  • পোস্টের সময়কাল : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৭৭ মোট ভিউস্

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে বিভিন্ন এলাকায় পদ্মাপাড়ে মানুষের উপচে পড়া ভীড় দেখা গেছে।

শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না-এমন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করে পদ্মাপাড়ে মানুষের ঢল নেমেছে।

সরেজমিনে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাহাদুরপুর, রামকৃষ্ণপুর, কুশিয়ারচর ও আন্ধারমানিক পদ্মাপাড়ে হাজারো মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। লোকজনের আগমনে এসব জায়গায় বসেছে অস্থায়ী চটপটি, ফুচকা, বাদাম, ঝালমুড়িসহ বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকান।

পদ্মাপাড়ে ঘুরতে আসা বেশিরভাগ মানুষের মুখে ছিলো না মাস্ক, ছিলো না স্বাস্থ্যবিধি মানার বালাই।

এ ব্যাপারে কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, পরিবার নিয়ে একটু সময় কাটাতে এসেছেন পদ্মাপাড়ে।

এছাড়াও, সরজমিনে ইছামতি ও পদ্মা নদীর বিভিন্ন অংশে অন্তত ১০টি ট্রলারে করে লোকজনকে নৌ-ভ্রমণ করতে দেখা গেছে। প্রতিটি ট্রলারে অন্তত: ৫০-৯০ জন করে যাত্রী ছিলো। এদের কারো মুখেই ছিলো না মাস্ক। মানা হচ্ছিলো না স্বাস্থ্যবিধি। এছাড়াও, ট্রলারে উচ্চ শব্দে সাউন্ড বক্সে বিভিন্ন অশ্লীল গান বাজানোসহ চলছে অশ্লীল নৃত্যেরও প্রতিযোগিতা।

কুশিয়ারচর পদ্মাপাড়ে বাদাম বিক্রি করছিলেন সন্দীপ হালদার। মাস্ক পরার ব্যাপারে তিনি বলেন, “মাস্ক পকেটে আছে।”

পদ্মাপাড়ে ঘুরতে আসা দোলন বলেন, “মাস্ক বাড়িতে আছে, আনি নাই। আমরা করোনা দেইখা ডরাই না, লকডাউন দেখে ডরাই”।

জানতে চাইলে আমিনুল বলেন পদ্মাপাড়ে ঘুরতে এসেছি। মাস্কের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “মাস্ক আনতে ভুলে গেছি।”

এ প্রসঙ্গে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আমরা আজ সকালে নৌভ্রমণের জন্য প্রস্তুতি নেওয়া কয়েকটি ট্রলারের লোকজনকে ছত্রভঙ্গ করে দিয়েছি। এছাড়া পুলিশকে ব্যবস্থা নিতে বলে দিচ্ছি।

শেয়ার করুন....

আরো দেখুন