1. info@dailyjanatarbarta.com : Admin :
  2. admin2@dailyjanatarbarta.com : Editor Janatar Barta : Editor Janatar Barta
  3. araf@yopmail.com : araf :
  4. editor@dailyjanatarbarta.com : JanatarBarta Editor : JanatarBarta Editor
  5. test@yopmail.com : test :
সংবাদ শিরোনাম :

মানুষের গড় আয়ু কমিয়েছে করোনাভাইরাস

  • পোস্টের সময়কাল : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭ মোট ভিউস্

করোনা মহামারি ২০২০ সালে বেশিরভাগ দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু কমিয়ে দিয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে— দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনও প্রত্যাশিত আয়ু এক ধাক্কায় এতটা কমেনি।

সোমবার প্রকাশিত এ গবেষণার ফলে দেখা গেছে— যুক্তরাষ্ট্রে পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু কমে গেছে দুই বছরের বেশি।

ইউরোপ, যুক্তরাষ্ট্র, চিলিসহ ২৯ দেশের তথ্য নিয়ে এ গবেষণা চালানো হয়েছে; এর মধ্যে ২৭ দেশেই প্রত্যাশিত গড় আয়ু কমেছে।

এর মধ্যে ২২ দেশে ২০২০ সালে প্রত্যাশিত গড় আয়ু ২০১৯ সালের তুলনায় কমে গেছে ছয় মাসের বেশি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলছে— এসবে দেশে প্রত্যাশিত গড় আয়ু কমে আসার বিষয়টি কোভিডে মৃত্যুর হিসাবের সঙ্গে সম্পর্কিত।

ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডেমিওলজিতে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনসহ লেখক ড. রিধি কাশ্যপ বলেন, করোনাভাইরাস বিভিন্ন দেশে কতটা মারাত্মক প্রভাব ফেলেছে, সে চিত্রই উঠে এসেছে আমাদের এই গবেষণার ফলে।

২০১৯ সালের শেষে আবির্ভূত হওয়া নতুন করোনাভাইরাস বিশ্বজুড়ে প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু ঘটিয়েছে।

বেশিরভাগ দেশের ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে বেশি মাত্রায়। যুক্তরাষ্ট্রের পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু ২০১৯ সালের চেয়ে ২.২ বছর কমে গেছে, যা এ গবেষণার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

শেয়ার করুন....

আরো দেখুন